দেশের জন্য কাজ করার আসক্তি আমার রক্তে: হর্ষবর্ধন শ্রিংলা

দেশের জন্য কাজ করার আসক্তি আমার রক্তে: হর্ষবর্ধন শ্রিংলা

অনলাইন ডেস্ক

বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, জীবনজুড়ে তিনি তার দেশ ও দেশের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে এসেছেন। আগামী দিনগুলোতেও নিজেকে তিনি দেশের সেবায় নিয়োজিত রাখবেন বলে প্রতিজ্ঞা করেছেন।

আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে শ্রিংলা লেখেন, জীবনজুড়ে আমার প্রিয় দেশ এবং দেশের মানুষের সেবায় আমি নিজেকে উৎসর্গ করে এসেছি।

অন্যান্য উচ্চাকাঙ্ক্ষা গ্রহণের অসংখ্য সুযোগ সামনে আসলেও, আমি সচেতনভাবে মাতৃভূমির সেবাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছি।

তিনি আরও লেখেন, এ জন্যেই অবসর গ্রহণের পরে আমি দেশের জন্য কাজ করাকেই বেছে নিয়েছি। দেশের জন্য কাজ করার এই আসক্তি আমার রক্তে প্রবেশ করেছে।

শেষ তিনি আরও লেখেন, যারা আমাকে দেশের জন্য কাজ করার সুযোগ দিয়েছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ।

আগামী দিনগুলোতে আমি নিজেকে দেশের কাজে নিয়োজিত রাখবো।

news24bd.tv/SHS