ভৈরবে ট্রলারডুবিতে আরও ২ জনের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ১

ফাইল ছবি

ভৈরবে ট্রলারডুবিতে আরও ২ জনের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ১

অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনার চতুর্থ দিনে নিখোঁজ পুলিশ কনস্টেবল সোহেল রানা ও বেলন দে নামে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে উদ্ধার হয়েছে মোট ৮ জনের মরদেহ।

সোমবার (২৫ মার্চ) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো রাসুল নামে এক শিশু নিখোঁজ রয়েছে।

এর আগে রোববার (২৪ মার্চ) সকালে ফায়ার সার্ভিস ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিওটিএ) ডুবুরি দল তৃতীয় দিনের মতো  নিখোঁজ ছয়জনের সন্ধানে উদ্ধার অভিযানে নামে। এক পর্যায়ে মেঘনার তীরবর্তী পুলতাকান্দা এলাকা ও রেলসেতু এলাকা থেকে তিনটি মরদেহ উদ্ধার করে।

প্রসঙ্গত, শুক্রবার (২২ মার্চ) বিকেল ৫টার দিকে একটি ট্রলারে করে ২১ জন মেঘনা নদীতে ঘুরতে যান। এর কিছুক্ষণ পর বিপরীত দিক থেকে আসা একটি পাথরবাহী বাল্কহেড ওই ট্রলারটিকে ধাক্কা দিলে ট্রলারটি উল্টে ডুবে যায়।

তাৎক্ষনিক ভৈরব নৌ পুলিশ স্থানীয় জনগণের সহায়তায় ১৪ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করে।

ঘটনাস্থলে আশুগঞ্জ থানা পুলিশ, ভৈরব নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস এর ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নেয়।

news24bd.tv/DHL