জর্ডানে ইসরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভ

ছবি: অ্যারাব নিউজ

জর্ডানে ইসরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

গাজায় চলমান ফিলিস্তিনের আগ্রাসনকে কেন্দ্র করে উত্তপ্ত হচ্ছে গোটা মুসলিম বিশ্ব। ইসরায়েলি হামলার প্রতিবাদ জানাতে গিয়ে মধ্য এশিয়ার দেশ জর্ডানের ইসরায়েলি দূতাবাসকে ঘেরাও করেছে দেশটিতে বিক্ষুদ্ধ জনতা। রোববার (২৪ মার্চ) জর্ডানে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের বাহিরে জড়ো হওয়ার চেষ্টা করে হাজার হাজার বিক্ষোভকারী।

এ সময় তাদের নিয়ন্ত্রণে আনতে দেশটির রাজধানী আম্মানের কালোটি মসজিদের বাইরে আইনশৃঙ্খলাবাহিনী নিয়োগ করে জর্ডানের সরকার।

বিক্ষোভকারীরা যাতে ইসরায়েলি দূতাবাস ঘেরাও না করতে না পারে সেজন্য বহু সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়।

এ সময় জড়ো হওয়া বিক্ষোভকারীরা 'জর্ডানের মাটিতে ইহুদি দূতাবাস দেখতে চাই না' লাইটি বারবার উচ্চারণ করতে থাকে। বিক্ষোভ চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানা গেছে।  

উল্লেখ্য, জর্ডানে এর আগেও বহু শান্তিপূর্ণ বিক্ষোভ লক্ষ্য করা গেছে।

এদের মধ্যে ইসরায়েল বিরোধী বেশ কয়েকটি বিক্ষোভ র‍্যালিতে বহু মানুষের সমাগম চোখ পড়ে। দেশটি থেক শান্তিপূর্ণ র‍্যালি বা বিক্ষোভ সমর্থন করা হলেও কোনো দূতাবাস ঘেরাওকে তারা সমর্থন দেন না বলে জানা গেছে। (সূত্র: অ্যারাব নিউজ)

news24bd.tv/SC