হাঙ্গেরিতে রেস কারের ধাক্কায় ৪ দর্শক নিহত

হাঙ্গেরিতে রেস কারের ধাক্কায় ৪ দর্শক নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

হাঙ্গেরিতে রেস কারের ধাক্কায় ৪ দর্শক নিহত

অনলাইন ডেস্ক

হাঙ্গেরিতে একটি রেস কার সড়ক থেকে ছিটকে দর্শকদের গায়ে ধাক্কা দিয়েছে। এতে অন্তত চারজন নিহত ও অপর  আটজন আহত হয়েছেন। রোববার (২৪ মার্চ) এই দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের দু’টি শহরের মাঝে আয়োজন করা হয় কার রেসের। খেলা দেখতে পথের দুই ধারে ভিড় জমান হাজার হাজার দর্শক। খেলার শুরুর কিছু সময় পরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি গাড়ি। নির্দিষ্ট লেন ছেড়ে নেমে যায় রাস্তার পাশে।

সজোরে ধাক্কা দেয় খেলা দেখতে আসা দর্শকদের।

স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। অপর একজনের অবস্থাও গুরুতর। আরও ছয়জন হালকা আঘাত পেয়েছেন।

পুলিশ তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, রেস কারটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং দর্শকদের মধ্যে চলে যায়। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

উল্লেখ্য, এরকম ঘটনায় প্রতিযোগিতা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এছাড়া একাধিক অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছেছে।

news24bd.tv/DHL