ভারতের রপ্তানি বন্ধের ঘোষণায় বাড়ছে পেঁয়াজের ঝাঁজ

ভারতের রপ্তানি বন্ধের ঘোষণায় বাড়ছে পেঁয়াজের ঝাঁজ

নিজস্ব প্রতিবেদক

ভারতের পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞার খবর প্রকাশের পর পরই পাবনার হাটবাজারগুলোতে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। গত দুদিনে পাবনায় মনপ্রতি পেঁয়াজের দাম ৪০০ থেকে ৫০০ টাকা বৃদ্ধি পেয়েছে।

সোমবার পাবনার পুষ্পপাড়া, চিনাখড়া এবং ধুলাউড়ী হাটে মনপ্রতি পেঁয়াজ বিক্রি হয়েছে ২২০০ থেকে ২৪০০ টাকা দরে। এসব হাট থেকে স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানের ব্যবসায়ীরা পেঁয়াজ কিনে থাকেন।

ব্যাপারীরা জানিয়েছেন, দুই তিন আগে এসব হাটে মনপ্রতি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৮০০ থেকে ১৯০০ টাকা দরে। তারা জানান, বাজারে পেঁয়াজের সরবরাহ বেশি থাকলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল। অবিলম্বে পেঁয়াজ আমদানি না করা হলে ঈদের আগেই পেঁয়াজের দাম আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন তারা।

এদিকে পেঁয়াজের বর্তমান বাজারদর স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান।

তিনি জানান, কৃষকের ব্যয় এবং এর সাথে যোগ করা সামান্য মুনাফার হিসাবে এখন পর্যন্ত পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক