গিয়ার হৃদয় গ্রুপের ৮ জন গ্রেপ্তার, পিনিক রাব্বিকে খুঁজছে র‍্যাব

ফাইল ছবি

গিয়ার হৃদয় গ্রুপের ৮ জন গ্রেপ্তার, পিনিক রাব্বিকে খুঁজছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক

সাভারে আকাশ হত্যার মামলার প্রধান আসামি গিয়ার হৃদয়সহ হৃদয় গ্রুপের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার রাতে সাভারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় তাদের। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশি অস্ত্র ও হেরোইন।

সোমবার (২৫ মার্চ) সকালে কারওয়ান বাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থাটির মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব জানান।

তিনি জানান, গত ৫ বছর ধরে নিজেদের আধিপত্য বিস্তারে সাভার ও আশপাশে এলাকায় নানা ধরণের অপরাধ কর্মকাণ্ড করে আসছিল হৃদয় গ্রুপের সদস্যরা। ছিনতাই, জমিদখল, মাদক ব্যবসা, ডাকাতি, অপহরণ ও হত্যার ঘটনায় তাদের বিরুদ্ধে আছে একাধিক মামলা।

তাদের গ্রুপে ১০-১৫ জন সদস্য রয়েছে। বিভিন্ন সময় ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবেও কাজ করতো তারা।

এছাড়া গত ২৪ মার্চ ছিনতাইয়ের টাকা ভাগবাটোয়ারা নিয়ে আমজাদ নামে একজনকে হত্যার অভিযোগও রয়েছে হৃদয় গ্রুপের বিরুদ্ধে।

সম্প্রতি ডিজে পার্টি চলাকালে মোবাইল হারানোকে কেন্দ্র করে পিনিক গ্রুপের সঙ্গে হৃদয় গ্রুপের মারামারি হয়। এ ঘটনার জেরেই আকাশকে হত্যা করে হৃদয় গ্রুপের সদস্যরা। পিনিক রাব্বি গ্রুপের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক