পুলিশের হুইসেল শুনে দৌঁড়াবে না এমন ছাত্রনেতা চাই : ফখরুল

পুলিশের হুইসেল শুনে দৌঁড়াবে না এমন ছাত্রনেতা চাই : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুলিশের হুইসেল শুনে দৌড় দেবে না এমন ছাত্র নেতাদের গড়ে তুলতে হবে। ইমরান খান দেখিয়ে দিয়েছেন কীভাবে ছাত্র-নারীদের রাজপথে আনতে হয়।

সোমবার (২৫ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে নয়াপল্টনে মুক্তিযোদ্ধা সমাবেশে এসব কথা বলেন ফখরুল। এসময় তিনি বলেন, গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিলো।

কিন্তু এখন নির্বাচনের নামে নাটক করছে।

তিনি বলেন, দখলদার সরকার মানুষের বুকের ওপর চেপে বসেছে। পঁচাত্তরে যেমন প্রতারণা করেছে। আর এখন ছদ্মবেশী গণতন্ত্রের কথা বলে মূলত বাকশাল কায়েম করেছে।

মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক লড়াই এত সহজ নয়। কারাগারে তিন মাসে নানা রকম নির্যাতন চালানো হয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, মানুষের চিড়ামুড়ি কেনার টাকা নাই। কাদের ভুলে জমা ১৪ বিলিয়ন ডলার লুট হলো। গরীব মানুষের টাকায় ওরা ভাগ বসায়। ব্যাংক লুট করে এখন একীভূত করছে।

গণহত্যার কথা স্মরণ করে ফখরুল বলেন, ২৫ মার্চ সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগ পাকিস্তানিদের সাথে সমঝোতার রফাদফা করেছিলো। মূল নেতা আত্মসমর্পণ করে, বাকী নেতারা পালিয়ে যায়।

তিনি বলেন, কোনো দেশ যদি মনে করে আমাদের ওপর প্রভুত্ব করবে, তা কখনো পারবে না। দেশকে পরাধীন করে রাখার ক্ষমতা কারোর নাই। তাদেরকে বিদায় নিতে হবে। মানুষকে নিয়ে রাস্তায় নামতে হবে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক