যুদ্ধ করেছে সাধারণ মানুষ, কৃতিত্ব নিচ্ছে আ.লীগ: মেজর হাফিজ

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ।

যুদ্ধ করেছে সাধারণ মানুষ, কৃতিত্ব নিচ্ছে আ.লীগ: মেজর হাফিজ

নিজস্ব প্রতিবেদক

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সাথে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ। সোমবার (২৫ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে নয়াপল্টনে মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এই কথা বলেন।

হাফিজ বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে সরকার। ৭১-এর মুক্তিযুদ্ধ ছিলো সাধারণ মানুষের।

আওয়ামী লীগ যুদ্ধের ধারেকাছেও ছিলো না। যুদ্ধ করেছে সাধারণ মানুষ। কৃতিত্ব নিতে চায় আওয়ামী লীগ।

আরও পড়ুন: পুলিশের হুইসেল শুনে দৌঁড়াবে না এমন ছাত্রনেতা চাই : ফখরুল

বিএনপির আন্দোলনে তরুণদের যোগ দেয়ার আহ্বান জানিয়ে মেজর হাফিজ বলেন, ৭ জানুয়ারির নির্বাচন প্রহসনের নির্বাচন।

পাকিস্তান আমলে ভোট কারচুপি ছিলো না। আর এখন প্রার্থীদের হাইজ্যাক করা হয়। আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাস করেনি, এখনো করে না।

news24bd.tv/ab