শ্রীলঙ্কার কাছে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ

শ্রীলঙ্কার কাছে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

সফরকারী শ্রীলঙ্কার কাছে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। সোমবার (২৫ মার্চ) ৪৭ রানে ৫ উইকেট নিয়ে চতুর্থ দিনে খেলতে নামা বাংলাদেশ লাঞ্চ বিরতির ঠিক কিছুক্ষণ পরই গুটিয়ে যায়।

শ্রীলঙ্কার দেওয়া ৫১১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।  মুমিনুল হক ২৯ বলে ৭ এবং তাইজুল ইসলাম ১৪ বলে ৬ রাম দিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেন।

শুরুতেই তাইজুলের উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৫১ রানে ১৫ বলে ৬ রান করে আউট হন তাইজুল।

এরপর ক্রিজে আসা মেহেদি হাসান মিরাজকে নিয়ে মুমিনুল ৬৬ রানের জুটি গড়ে হারের ব্যবধান কিছুটা কমানোর চেষ্টা করেন। তবে দলীয় ১১৭ রানে ৫০ বল খেলে ৩৩ রানে সাজঘরে ফেরেন মিরাজ।

এরপর শরিফুল ইসলামকে নিয়ে ব্যাট করতে থাকেন মুমিনুল। ৪৭ রানের জুটি করেন তারা।   শেষমেশ ১৮২ রান পর্যন্ত পৌঁছায় বাংলাদেশ।

তবে এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় বাংলাদেশ।  শেষ ব্যাটার হিসেবে নাহিদ রানা আউট হলে ৪৯ ওভার ২ বলে ১৮২ রানে অলআউট হয় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে মুমিনুল হক সর্বোচ্চ ৮৭ রান করেন।

শ্রীলঙ্কার পক্ষে কাসুন রাজিথা নেন ৫টি উইকেট।  

news24bd.tv/SC

 

এই রকম আরও টপিক