গোপালগঞ্জে জাতীয় গণহত্যা দিবস পালিত

গোপালগঞ্জে জাতীয় গণহত্যা দিবস পালিত

গোপালগঞ্জ প্রতিনিধি

জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জের সদর উপজেলা পরিষদ সংলগ্ন জয়বাংলা পুকুর বধ্যভূমির শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

আজ সোমবার (২৫মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে ৭১-এর ২৫ শে মার্চ গণহত্যায় বীর শহীদদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালনসহ দোয়া ও মোনাজাত করা হয়।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বেলা ১২টায় স্থানীয় পৌর পার্কে গণহত্যার ওপর নির্মিত দুর্লভ আলোক চিত্র প্রদর্শনী, বাদ আছর জেলাব্যাপী ২৫ মার্চের রাতে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং রাত ১০টার পর ১ মিনিট জেলায় প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হয়।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক