ভারতের রপ্তানি বন্ধের খবরে পাবনায় ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম

ভারতের রপ্তানি বন্ধের খবরে পাবনায় ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম

পাবনা প্রতিনিধি

ভারতের পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞার খবর প্রকাশের পর পরই পাবনার হাটবাজারগুলোতে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। গত দুইদিনে পাবনায় মণপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত।

আজ সোমবার (২৫ মার্চ) পাবনার পুষ্পপাড়া, চিনাখড়া এবং ধুলাউড়ী হাটে মণপ্রতি পেয়াজ বিক্রি হয়েছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৪০০ টাকা দরে। এসব হাট থেকে স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি রাজধানী ঢাকা, নারায়নগঞ্জ, চট্রগ্রামসহ দেশের বিভিন্নস্থানের ব্যবসায়ীরা পেঁয়াজ কিনে থাকেন।


 
এ বিষয়ে ব্যাপারীরা জানিয়েছেন, দুই-তিন আগে এসব হাটে মণপ্রতি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৮০০ থেকে ১৯০০ টাকা দরে। তারা জানান, বাজারে পেঁয়াজের সরবরাহ বেশি থাকলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল। অবিলম্বে পেঁয়াজ আমদানি না করা হলে ঈদের আগেই পেঁয়াজের দাম আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন তারা।

এদিকে, পেঁয়াজের বর্তমান বাজারদর স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন পাবনার ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান।

তিনি জানান, কৃষকের উৎপাদন ব্যয় এবং এর সঙ্গে যোগ করা সামান্য মুনাফার হিসাবে এখন পর্যন্ত পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে।

news24bd.tv/SHS