কিংস অ্যারেনায় সমর্থকদের ভালো কিছু উপহার দিতে চায় বাংলাদেশ

কিংস অ্যারেনায় সমর্থকদের ভালো কিছু উপহার দিতে চায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম দেখায় ফিলিস্তিনের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। হেরেছে ৫-০ গোলের বিশাল ব্যবধানে। ফিরতি দেখায় দল দুটি মুখোমুখি হচ্ছে আগামীকাল মঙ্গলবার। ভেন্যু বাংলাদেশের বর্তমান হোম গ্রাউন্ড বসুন্ধরা কিংস অ্যারেনা।

যেখানে আবার কখনোই হারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথম দেখায় ফিলিস্তিনের কাছে উড়ে গেলেও যেকোনো মূল্যে কিংস অ্যারেনায় অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখতে চায় বাংলাদেশ।  দ্বিতীয় লেগের ম্যাচে নামার আগে এ প্রতিজ্ঞার কথা জানিয়েছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।

আজ সোমবার (২৫ মার্চ) বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন, ‘আমরা জানি কালকের ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ।

(মাঠে) দারুণ একটা আবহ থাকবে আশা করছি। কিংস অ্যারেনায় আমরা এখনো অপরাজিত। প্রথম ম্যাচটা সবার জন্যই অনেক হতাশার ছিল। অনেক ইতিবাচক বিষয়ও ছিল। এখন আমাদের ভাবনায় শুধুই কালকের ম্যাচ। সমর্থকদের ভালো কিছু উপহার দিতে চাই। ’

প্রথম ম্যাচের শুরুর দিকে বেশ ভালো লড়লেও এরপর ভুলের মাশুল দিইয়েছে বাংলাদেশে। সেই ভুলগুলো শুধরে নিয়ে দারুণ একটা ম্যাচ উপহার দেওয়ার কথা জানিয়েছেন কাবরেরা, ‘বিরতির ঠিক আগ মুহূর্তে দুটি গোল হজম করা আমাদের জন্য কঠিন ছিল। সম্ভবত এটা মানসিকভাবে আমাদের জন্য বড় ধাক্কা ছিল, এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে আরও দুই গোল খেলাম আমরা, তাতে ম্যাচ শেষ হয়ে গেল। ’

এরপর তিনি যোগ করেন, ‘আবারও বলছি, এখন সময় পর্যালোচনার, বিশ্লেষণের এবং শেখার। ইতিবাচক দিকগুলো নিতে হবে, নিশ্চিতভাবে কিছু বিষয় অ্যাডজাস্ট করতে হবে। ফিরতি লিগে নিজেদের কাছে আমাদের প্রত্যাশা, চাহিদা আরও বেশি হতে হবে। আমরা জানি, নিজেদের মাঠে আমরা আরও বেশি শক্তিশালী। ’

news24bd.tv/SHS