স্বাধীনতা ঘোষণার ম্যান্ডেট একমাত্র বঙ্গবন্ধুই পেয়েছিলেন: ওবায়দুল কাদের

স্বাধীনতা ঘোষণার ম্যান্ডেট একমাত্র বঙ্গবন্ধুই পেয়েছিলেন: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক

দেশে এখনো স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক আছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনেকেই স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন। মেজর জিয়াও বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কে ঘোষক? সত্য অন্বেষণ করতে গেলে তার উত্তর পাওয়া যাবে।

আজ মঙ্গলবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

 

ওবায়দুল কাদের বলেন, এই স্বাধীনতার ঘোষণার ম্যান্ডেট এই অঞ্চলের জনগণের পক্ষ থেকে একমাত্র বঙ্গবন্ধুই পেয়েছিলেন, ৭০ সালের নির্বাচনের মধ্য দিয়ে। বঙ্গবন্ধু ছাড়া আর কারো বৈধ অধিকার নেই স্বাধীনতার ঘোষণা করার।  

মন্ত্রী আরও বলেন, এদেশের অগণতান্ত্রিক সাম্প্রদায়িক শক্তি এখনো আমাদের বিজয়, আমাদের স্বাধীনতার বিরুদ্ধে অন্তরায় সৃষ্টি করছে। আজকের দিনের শপথ হবে বিএনপি নেতৃত্বে যে সাম্প্রদায়িক অশুভ শক্তি বিজয়কে সুসংহত করতে বাঁধা হয়ে আছে, তাদেরকে পরাজিত করতে হবে।

এই অপশক্তিকে বঙ্গবন্ধুই কন্যা শেখ হাসিনা নেতৃত্বে প্রতিহত করবো।

news24bd.tv/SHS