‘রক্ত দিয়ে পুলিশ যে ইতিহাস রচনা করেছে, তা কখনোই মুছবে না’

‘রক্ত দিয়ে পুলিশ যে ইতিহাস রচনা করেছে, তা কখনোই মুছবে না’

অনলাইন ডেস্ক

১৯৭১ সালে ২৫শে মার্চ, রাজারবাগে পুলিশ সদস্যরা তাদের রক্ত দিয়ে যে ইতিহাস রচনা করেছিলেন, তা কখনোই মুছে যাবে না বলে মনে করেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী।  

সোমবার রাত ১১টার দিকে জাতীয় গণহত্যা দিবস ও স্বাধীনতার প্রথম প্রহর উদযাপন উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, পাক বাহিনী পুলিশ লাইনে হামলা চালালে পুলিশ তাদের প্রতিরোধ করে, যার মধ্য দিয়ে স্বাধীনতা আন্দোলন বেগবান হয়।

এসময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, পাক হানাদাররা ২৫শে মার্চ রাজারবাগ পুলিশ লাইনে হামলা করে অস্ত্র ভাণ্ডার লুটে পুলিশকে দুর্বল করে দিতে চেয়েছিল।

সেদিন তৎকালীন রাজারবাগ পুলিশ লাইনসের পুলিশ সদস্যরা পাক বাহিনীর সঙ্গে প্রায় ৬ ঘণ্টাব্যাপী সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছিল। তারাই পাকিস্তানি হানাদারদের আক্রমণ প্রতিরোধ করেছিল।

এর আগে, পুলিশ লাইন জাদুঘর প্রাঙ্গনে অনুষ্ঠান স্থলে আলো বন্ধ করে প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হয়। আর অনুষ্ঠান শেষে শহীদদের স্বরণে এক মিনিটের নিরবতা পালন করা হয়।

এরপর, সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে জাদুঘর প্রাঙ্গণে মোমবাতি জ্বালানো করা হয়।

news24bd.tv/SHS