যুদ্ধবিরতির প্রস্তাব পাস হলেও গাজায় হামলা চালানো থামাবে না ইসরায়েল

যুদ্ধবিরতির প্রস্তাব পাস হলেও গাজায় হামলা চালানো থামাবে না ইসরায়েল

অনলাইন ডেস্ক

গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। তারপরেও গাজায় আগ্রাসন থামাবে না বলে জানিয়ে দিইয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এই তথ্য জানিয়েছে।  

যুদ্ধবিরতির প্রস্তাব পাসের পর আশা করা হচ্ছিল অবশেষে থামবে ইসরায়েলি বর্বরতা।

তবে আজ মঙ্গলবার (২৬ মার্চ) এক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি জানায়, গাজায় হামলা বন্ধ করবে না দখলদার বাহিনীরা।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও তেল আবিব গাজা উপত্যকায় যুদ্ধবিরতি করবে না বলে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ সোমবার জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে কাটজ তার অ্যাকাউন্টে এক বিবৃতিতে বলেন, ‘ইসরায়েল যুদ্ধবিরতি করবে না। আমরা হামাসকে ধ্বংস করব এবং সমস্ত বন্দিদের ঘরে ফিরে না আসা পর্যন্ত লড়াই চালিয়ে যাব।

আনাদোলু বলছে, সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইসলামিক পবিত্র মাস রমজানে গাজায় যুদ্ধবিরতির দাবিতে একটি প্রস্তাব পাস করেছে। পবিত্র এই মাসটি মধ্যপ্রাচ্যে গত ১১ মার্চ থেকে শুরু হয়েছে এবং আগামী ৯ এপ্রিল শেষ হতে পারে।

news24bd.tv/SHS