নোয়াখালীতে ৬৫০ টাকায় গরুর মাংস

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে

নোয়াখালীতে ৬৫০ টাকায় গরুর মাংস

নোয়াখালী প্রতিনিধি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ও মাননীয় প্রধানমন্ত্রীর উপহার মূল্যে প্রাণিজ পুষ্টির সমাহার স্লোগানে নোয়াখালীতে সুলভমূল্যে গরুর মাংস মুরগির ডিম ও দুধ বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

নোয়াখালী জেলা প্রশাসন ও নোয়াখালী পৌরসভার যৌথ উদ্যোগে মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

জেলা প্রশাসন, নোয়াখালী পৌরসভা ও জেলা প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে নোয়াখালী পৌরসভার সহায়তায় এ কার্যক্রম শুরু করা হয়েছে। উদ্বোধনী দিনে ৩০০ জন ক্রেতার মাঝে ৬৫০ টাকা কেজি দরে এক কেজি হারে গরুর মাংস বিক্রি, এক লিটার দুধ ৮০ টাকা ও এক ডজন ডিম ১১০ টাকা করে বিক্রি হচ্ছে।

সাধারাণ মানুষ সুলভমূল্যে কিনতে পেরে খুশি তারা।

নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল জানান এই কার্যক্রম ইদের আগের দিন পযর্ন্ত চলবে।  

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান জেলা প্রশাসন, পৌরসভা উদ্যোগে খামারিদের মাধ্যমে এই কার্যক্রম চলবে। তবে কয়েকজন সাধারণ মানুষের বক্তব্য বাজার মনিটরিং ব্যবস্থা যদি আরও বেশি জোরদার করা হয় তাহলে সকল শ্রেণি-পেশার মানুষ বাজার থেকে এগুলো সুলভমূল্যে কিনতে পারবেন।

news24bd.tv/তৌহিদ