জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিথিস পদত্যাগ করছেন

মার্টিন গ্রিফিথিস

জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিথিস পদত্যাগ করছেন

অনলাইন ডেস্ক

গত সোমবার ( ২৫ মার্চ) জাতিসংঘের মানবিক বিষয় ও জরুরী ত্রাণ সমন্বয়ক জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিথিস পদত্যাগ করছেন বলে জাতিসংঘ মহাসচিব এন্থোনি গুতেরেসকে  জানান।  
ওইদিনই তিনি এই পদত্যাগের ঘোষণা দেন। তবে এখনও পদত্যাগ কার্যকর হয়নি। আগামী জুনে কার্যকর হবে।

সূত্র , সিএনএন।
মার্টিন গ্রিফিথিস পদত্যাগের কারণ হিসেবে জানান, তার স্বাস্থ্য ভালো যাচ্ছে না । এছাড়া তিনি বয়সজনিত কারণে ক্লান্ত।
পৃথক এক বিবৃতিতে তার মুখপাত্র ফারহান হক বলেন, সংকটাপন্ন মানুষের চাহিদাপূরণে গ্রাফিথস জাতিসংঘ ও মানবিক সমাজের যে গুরুত্বপূর্ণ নেতৃত্ব ও সেবা প্রদান করেছেন সেজন্য জাতিসংঘ মহাসচিব তার ভূয়সি প্রশংসা করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, মার্টিন গ্রাফিথস জুন পর্যন্ত তার পদে বহাল থাকবেন।
২০২১ সালের জুলাই মাসে গ্রিফিথিস আন্ডার-সেক্রেটারি জেনারেলের দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি মানবিক ত্রাণের চাহিদা পূরণের জন্য কাজ করে যান।  

news24bd.tv/ডিডি

সম্পর্কিত খবর