মালয়েশিয়ায় বিতর্কিত মোজা বিক্রির অপরাধে সুপারশপের বিরুদ্ধে মামলা

মালয়েশিয়ায় আল্লাহ লেখা মোজা বিক্রির অপরাধে সুপারশপ চেইন কে কে মার্টের বিরুদ্ধে মামলা হয়েছে।

মালয়েশিয়ায় বিতর্কিত মোজা বিক্রির অপরাধে সুপারশপের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক

‘আল্লাহ’ লিখিত মোজা বিক্রি করায় মালয়েশিয়ার সুপারশপ চেইন কে কে মার্টের প্রতিষ্ঠাতা, পরিচালক এবং মোজার সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে দেশটির সরকার।

সুপারশপটির প্রতিষ্ঠাতা এবং পরিচালকের বিরুদ্ধে অপরের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার এবং মোজার সরবরাহকারীর বিরুদ্ধে উস্কানি দেয়ার অভিযোগ আনা হয়েছে। খবর এমএস নিউজের।

এদিকে, সোমবার (২৫ মার্চ) মোজার সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৯ দশমিক ২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে কে কে মার্ট।

আরও পড়ুন: যুদ্ধবিমান বিক্রি করবে জাপান

মালয়েশিয়ার রাজা সুলতান ইবরাহিম ইস্কান্দার এবং দেশটির জনগণের কাছ থেকে তীব্র সমালোচনার মুখে মালয়েশিয়া সরকার মামলা করতে বাধ্য হয়েছে।

মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই কে কে মার্টের বিভিন্ন শাখায় চীনে তৈরি মোজাগুলো বিক্রি হতে দেখা যায়। ১৮ মার্চের মধ্যে মালয়েশিয়াজুড়ে ৪২ জন ব্যক্তি কে কে মার্টের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগও করেন।

এ প্রসঙ্গে ফেসবুকে মালয়েশিয়ার রাজা ইবরাহিম লেখেন, ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত আমি চাইবো মালয়েশিয়া সরকার ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, যাতে করে এমন ঘটনা আর না ঘটে।

news24bd.tv/ab