বঙ্গবন্ধু স্বাধীনতা এনেছেন, শেখ হাসিনা দেশকে বদলে দিয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বঙ্গবন্ধু স্বাধীনতা এনেছেন, শেখ হাসিনা দেশকে বদলে দিয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা এনে দিয়েছেন এবং তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বদলে দিয়েছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মঙ্গলবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: টিকিট কালোবাজারিদের পেছনে অন্য কারো হাত আছে: রেলমন্ত্রী

একসঙ্গে অনেক মুক্তিযোদ্ধার উপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহান স্বাধীনতা এমনি এমনি আসেনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধাপে ধাপে আন্দোলন করে স্বাধীনতার ভিত্তি স্থাপন করেছেন।

অবশেষে স্বাধীনতাও এনে দিয়ে গেছেন। আর তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশটাকে বদলে দিয়েছেন। তিনি দেশকে চূড়ান্ত উন্নতির শিখরে নিয়ে গেছেন। একটা সময় দেশ কোথায় ছিল আর আজ কোথায় আছে চারদিকে তাকালেই তা দেখা যায়।

মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা নতুন প্রজন্মকে ইতিহাস সম্পর্কে অবহিত করুন। তরুণদের কাছে ইতিহাস তুলে ধরুন।

মুক্তিযুদ্ধের সময় ভারতের অবদানের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, ভারত সরকার যুদ্ধের সময় এক কোটি মানুষকে জায়গা করে দিয়েছিল। তারা আমাদের বন্ধুরাষ্ট্র।

news24bd.tv/ab