এখনই যুক্তরাষ্ট্রে ফেরত যাচ্ছেন না অ্যাসাঞ্জ

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।

এখনই যুক্তরাষ্ট্রে ফেরত যাচ্ছেন না অ্যাসাঞ্জ

অনলাইন ডেস্ক

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্র সরকারের ফেরত নেওয়ার বিরুদ্ধে আপিল করার সুযোগ দিয়েছে লন্ডন হাইকোর্ট। যুক্তরাষ্ট্র সরকার যদি অ্যাসাঞ্জের ব্যাপারে সুস্পষ্ট প্রতিশ্রুতি না দেয় তবে তাকে এখনই হস্তান্তর করা হবে না মর্মে এক আদেশ জারি করেছে যুক্তরাজ্যের আদালত। খবর আল জাজিরার।

আগামী ২০ মে পর্যন্ত অ্যাসাঞ্জের মামলাটিকে মুলতবি করেছে লন্ডন হাইকোর্ট।

মঙ্গলবারের (২৬ মার্চ) আদেশের ফলে জুলিয়ান অ্যাসাঞ্জকে লম্বা সময়ের জন্য লড়াই চালিয়ে যেতে হবে বলে ধারণা করা হচ্ছে।

কম্পিউটার প্রোগ্রামার জুলিয়ান অ্যাসাঞ্জ ১৯৭১ সালে অস্ট্রেলিয়ার টাউনসভিলে জন্মগ্রহণ করেন।

২০০৬ সালে গোপন তথ্য ফাঁসকারী সাংবাদিক ও অ্যাক্টিভিস্টদের প্রতিরক্ষার জন্য তিনি উইকিলিকস প্রতিষ্ঠা করেন।

আরও পড়ুন: ইসরায়েলকে গাজা অভিযান সমাপ্ত করতে বললেন ট্রাম্প

২০১০ সালে উইকিলিকস একটি ভিডিও প্রকাশ করে যেখানে যুক্তরাষ্ট্র কর্তৃক ইরাকের রাজধানী বাগদাদে একটি বিমান হামলার দৃশ্য দেখা যায়।

এই হামলায় রয়টার্সের দুইজন সাংবাদিকসহ অনেকে হতাহত হয়েছিলেন। পাশাপাশি, ইরাক ও আফগানিস্তান যুদ্ধ বিষয়ক মার্কিন সরকারের ৯১ হাজার গোপন নথি প্রকাশ করে দিয়েছিল উইকিলিকস।

যুক্তরাষ্ট্র সরকারের দাবি অ্যাসাঞ্জ মার্কিন সরকারের কম্পিউটার হ্যাক করে গোপন তথ্য চুরি করার মাধ্যমে গুপ্তচরবৃত্তি করেছেন।

অ্যাসাঞ্জ তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন।

news24bd.tv/ab