পাঁচ লাশ কাঁধে শোকে স্তব্ধ এলাকাবাসী, দাফন সম্পন্ন

লাশ নিয়ে যাওয়া হচ্ছে

পাঁচ লাশ কাঁধে শোকে স্তব্ধ এলাকাবাসী, দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক

মৌলভীবাজারের জুড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের নিহত ৫ জনের দাফন মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে সম্পন্ন হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এদিকে, এ ঘটনার জন্য পল্লী বিদ্যুতকে দায়ী করছেন এলাকাবাসী।  

তারা অভিযোগ করেন, এই এলাকার ঝুঁকিপূর্ণ আরও অনেক বিদ্যুৎতের লাইন আছে।

সেগুলো বাড়ি ঘরের ওপর দিয়ে টানা হয়েছে। কিন্তু কোনো নিরাপত্তা ব্যবস্থা নেয়নি পল্লীবিদ্যুৎ সমিতি। সেগুলো অপসারণ করার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার মানুষ।  

মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে ফয়জুর রহমানের ঘরের টিনের চালে আগুন দেখতে পান স্থানীয়রা।

রাতে প্রচণ্ড ঝড়ের কারণে এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল। ভোরে বিদ্যুৎ আসার পরপরই ঝড় শুরু হয়। এ ঝড়ে বিদ্যুতের ১১ হাজার ভোল্টের মূল তার ছিঁড়ে ফয়জুর রহমানের ঘরের ওপর পড়ে। সঙ্গে সঙ্গে ঘরে আগুন লেগে যায়। ঘরে থাকা লোকজন তাড়াহুড়া বের হওয়ার চেষ্টা করেও পারেননি। স্থানীয়রা পাঁচ জনকে মৃত ও একজনকে আহত অবস্থায় ঘরের মূল দরজার সামনে থেকে উদ্ধার করেন। এ সময় মানুষের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
news24bd.tv/আইএএম