নেচে-গেয়ে বিএসএমএমইউ'র নতুন উপাচার্যকে বরণ

নেচে-গেয়ে বিএসএমএমইউ'র নতুন উপাচার্যকে বরণ

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপাচার্যকে নেচে গেয়ে বরণ করে নিয়েছেন হাসপাতালটির কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিএসএমএমইউ কার্যালয়ে তারা এ আয়োজন করেন। সেখানে গিয়ে দেখা যায়, ব্যান্ডপার্টি দলের বাজনার সাথে কর্মকর্তা-কর্মচারীরা নাচ-গানে মেতে উঠেছেন। সেখানে উপস্থিত সবাই হাততালি দিয়ে তাদের উৎসাহিত করেন।

গত সোমবার (১১ মার্চ) এক প্রজ্ঞাপন বলা হয়, বিএসএমএমইউয়ের উপাচার্য হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক ১২তম উপাচার্য হিসেবে এ বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮’ এর ১২ ধারা অনুসারে স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হককে বিএসএমএমইউয়ের উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়েছে।

বিএসএমএমইউয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের তিন বছর মেয়াদ আগামী ২৯ মার্চ শেষ হবে। ২০২১ সালের ২৯ মার্চ তিনি উপাচার্য হিসেবে নিয়োগ পান।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক