ইঞ্জিন বিকল হয়ে ক্রসিংয়ে আটকে গেল ট্রেন

বিকল হওয়া তিতাস কমিউটার ট্রেন

ইঞ্জিন বিকল হয়ে ক্রসিংয়ে আটকে গেল ট্রেন

অনলাইন ডেস্ক

ইঞ্জিন বিকল হয়ে রাজধানীর মালিবাগ লেভেল ক্রসিংয়ে আটকে গেল তিতাস কমিউটার ট্রেন। ফলে উভয়দিক থেকে আসা যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত পৌনে ৮টার দিকে ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে আসার পথে এ ঘটনা ঘটে।

কমলাপুর রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, তিতাস কমিউটার ট্রেনের ভ্যাকুয়াম বিকল হয়ে গিয়েছিল। এ কারণে সেটি থেমে যায়।

এ ব্যাপারে রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমান বলেন, রাত পৌনে ৮টার দিকে মালিবাগে তিতাসের ইঞ্জিন ফেইল করেছিল। পরে ইঞ্জিন পরিবর্তন করে ট্রেনটি গন্তব্যে পাঠানো হয়েছে।

ডিএমপির মতিঝিল ট্রাফিক বিভাগের উপ কমিশনার মোহাম্মদ মইনুল হাসান বলেন, তিতাস কমিউটার ট্রেনটি মালিবাগ রেলক্রসিংয়ে বিকল হয়ে পড়লে রাস্তা আটকে যায়। তখন মদীনা হোটেল দিয়ে যানবাহনগুলোকে বিকল্প পথ করে দিই। কিছু যানবাহন রেলগেটে আটকে ছিল। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক