সিসিটিভির ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তার

দুইজন ছিনতাইকারী গ্রেপ্তার

সিসিটিভির ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে এক নারীর গলার চেন ছিনতাইয়ের ৪৮ ঘণ্টার মধ্যে সিসিটিভি ফুটেজ দেখে দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, শহরের শেখপুরা রেলঘুন্টি এলাকার আব্দুর রহমানের ছেলে আশাদুজ্জামান আকাশ (২২) ও একই এলাকার আব্দুল মান্নানের পুত্র জুয়েল (২২)। আকাশ স্থানীয় একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ৭ম সেমিস্টারের ছাত্র।

শুক্রবার দুপুরে কোতোয়ালী থানায় অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ্ আল মামুন একটি প্রেস ব্রিফিং-এর মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, ২৬ মার্চ মঙ্গলবার বিকালে ভিকটিম ওই নারী শহরের চারুবাবুর মোড়ের উদ্দেশ্যে ঔষধ নেয়ার জন্য অটোরিক্সা যোগে রওনা হয়। পথিমধ্যে বাসুনিয়াপট্টিতে আসলে মোটরসাইকেলে পিছন দিক থেকে এসে ভিকটিমের গলার চেন টেনে নিয়ে পালিয়ে যায়। এসময় একটি বাসার সিসিটিভি ক্যামেরায় ঘটনার ফুটেজ ধারণ।  

পরে ওই নারী সংশ্লিষ্ট থানায় অভিযোগ করলে বৃহস্পতিবার বিকালে ছিনতাইকারীদের অভিযান চালিয়ে তাদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িতের কথা স্বীকার করেন। তাদের কাছ থেকে স্বর্ণ বিক্রির ৩০ হাজার টাকা, ব্যবহৃত মোটরসাইকেলসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

news24bd.tv/কেআই