রাস্তা থেকে ৩০০ ফুট খাদে পড়ল গাড়ি, নিহত ১০

জম্মু-কাশ্মিরে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায় যাত্রীবাহী একটি বাস। ছবি: সংগৃহীত

রাস্তা থেকে ৩০০ ফুট খাদে পড়ল গাড়ি, নিহত ১০

অনলাইন ডেস্ক

ভারতের জম্মু কাশ্মীরে একটি যাত্রীবাহী গাড়ি খাদে পড়েছে। এতে ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীনগর-জম্মু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা সবাই অভিবাসী শ্রমিক। তারা শ্রীনগর যাচ্ছিলেন।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে এনডিটিভির প্রতিবেদন বলছে, বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে এবং গাড়িটি রামবান জেলার ব্যাটারি চেশমা​নামক স্থানে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়।

নিহতরা অভিবাসী শ্রমিক এবং তারা শ্রীনগরের দিকে যাচ্ছিলেন।

প্রবল বৃষ্টির মধ্যে মৃতদেহ উদ্ধারের জন্য কাশ্মিরের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীদের পাশাপাশি পুলিশও সেখানে উদ্ধার অভিযান শুরু করেছে।

news24bd.tv/DHL