মাগুরায় সড়ক দুর্ঘটনায় বাঘারপাড়ার দুই নারীসহ নিহত ৩

মাগুরা শালিখায় বাস-মাহেন্দ্র সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

মাগুরায় সড়ক দুর্ঘটনায় বাঘারপাড়ার দুই নারীসহ নিহত ৩

অনলাইন ডেস্ক

মাগুরা শালিখায় বাস-মাহেন্দ্র সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন  ৫ জন। শুক্রবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে মাগুরা-যশোর সড়কের শতখালীর হাজামবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মধু শিকদার, পুষ্পা রানি (৪৫) ও নিলু রানি দে (৫০)।

তাদের সবার বাড়ি যশোরের বাঘাড়পাড়া উপজেলার নারকেলবাড়িয়া গ্রামে। আহতদের মাগুরা সদর হাসপাতাল ও বাঘারপাড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

মাগুরার শালিখা থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ জানান, মাগুরার চঞ্চল গোসাইয়ের আশ্রমে নামযজ্ঞ অনুষ্ঠান দেখে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার রাত ৮টার দিকে একটি সিএনজিযোগে নামযজ্ঞ অনুষ্ঠান থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন তারা।

পথিমধ্যে শালিখা উপজেলার ছয়ঘড়িয়া হাজাম বাড়ির মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি নসিমন সিএনজিকে ধাক্কা দিলে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে নিহত হন নিরুপমা ও পুষ্প। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ওসি মিলন কুমার ঘোষ আরো জানান, সিএনজিতে ড্রাইভারসহ মোট ৯ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ৫ থেকে ৬ জন নারী।

রাত ১১টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত একজনের মরদেহ মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বাকি দুজনের মরদেহ ঘটনাস্থলেই রয়েছে। এ মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানা গেছে।

news24bd.tv/DHL