ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে হবে: ড. সালেহ উদ্দিন 

ড. সালেহ উদ্দিন আহমেদ 

ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে হবে: ড. সালেহ উদ্দিন 

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ‘শুধু ব্যাংক একীভূত করে সংকট সমাধান হবে না। এর জন্য ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে হবে। শনিবার (৩০ মার্চ) ব্যাংকিং খাতে সুশাসন জোরদারে ব্যাংক একীভূতকরণ নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ।  

ড. সালেহ উদ্দিন বলেন, ‘রাজনৈতিক স্বদিচ্ছার ঘাটতি এবং বাংলাদেশ ব্যাংক কঠোর অবস্থান না নেওয়ার কারণে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বাড়ছে।

ব্যাংকের অনিময়ের সঙ্গে যারা জড়িত ব্যাংক মার্জিংয়ের ফলে তারা যাতে ছাড় না পায় সেটি নিশ্চিত করার তাগিদ দেন ড. সালেহ উদ্দিন। সেইসঙ্গে মার্জ হওয়া ব্যাংকের আমানত সুরক্ষা এবং কর্মীদের চাকরির নিশ্চিয়তার বিষয়েও নজর দেওয়ার পরামর্শ দেন তিনি।  

অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘ব্যাংকিং খাত থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে আর্থিক খাতকে দুর্বল করে দেওয়া হয়েছে। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এ খাতে সুশাসন ফিরিয়ে আনা সম্ভব নয়।

news24bd.tv/আইএএম