জোর করলে হবে না, তদন্ত অনুযায়ী ব্যবস্থা: বুয়েট উপাচার্য

বুয়েট উপাচার্য সত্য প্রসাদ মজুমদার

জোর করলে হবে না, তদন্ত অনুযায়ী ব্যবস্থা: বুয়েট উপাচার্য

অনলাইন ডেস্ক

ছাত্রলীগের অনুপ্রবেশের বিষয়ে শিক্ষার্থীদের দাবি আমলে নিয়ে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রশাসন। আগামী ৮ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে।  

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার বলেন, জোর করলে হবে না, তদন্তের সুপারিশ দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।  

আরও পড়ুন...ক্যাম্পাসে রাজনীতি নয়: কঠোর অবস্থানে বুয়েট শিক্ষার্থীরা

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল থেকেই বুয়েট শহীদ মিনারে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

দুপুরে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। তবে, আল্টিমেটাম থেকে সরে এসে ৬ দফা দাবি আদায়ের কথা বলেন শিক্ষার্থীরা।  

২৮ মার্চ রাতে ছাত্রলীগের বুয়েট ক্যাম্পাসে প্রবেশের পর থেকেই আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।  

২০১৯ সালে শিক্ষার্থী আবরার হত্যার পর থেকে রাজনীতি নিষিদ্ধ হয় বুয়েট ক্যাম্পাসে।


news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক