গরুর দাম ৪০ কোটি টাকা দিতে চাইলে বিক্রেতা চান ৫০ কোটি টাকা

এই সেই গরু-টিভি নাইনের ফাইল ছবি।

গরুর দাম ৪০ কোটি টাকা দিতে চাইলে বিক্রেতা চান ৫০ কোটি টাকা

অনলাইন ডেস্ক

গরুটির নাম ভিয়াতিনা।  বিক্রি হবে। তবে এখনই নয়। কারণ গরু বিক্রেতার কাছে গরুর ক্রেতা যা দাম বলেছেন এই টাকার পরিমাণকে যথেষ্ট মনে করছেন না বিক্রেতা।

দাম উঠেছে ৪০ কোটি টাকা। ৪০ কোটি টাকা দিয়েও ক্রেতা কিনতে রাজি হলে বিক্রেতা বলেছেন ৫০ কোটির নিচে বিক্রি করবেন না।  
বিশ্বে এই প্রথম এতো দাম হাঁকা হলো গরুর। এই জাতের গরু উষ্ণ আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে।
অত্যন্ত শক্তিশালী। এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি, আর, মাংসও অত্যন্ত উচ্চমানের। সুস্বাদু। ফলে, গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে এই গরু পালন অত্যন্ত সুবিধার।  এই প্রজাতির গরুকে বলা হয় ‘নেলো’।  
এই  জাতের গরুর নিলাম হচ্ছে ব্রাজিলের সাও পাওলো শহরের আরন্দুতে। ভিয়াতিনার বয়স এখন সাড়ে চার বছর। সূত্র, টাইমস অব ইন্ডিয়া ও নিউজ এইটটিন।  
নেলোর জাতের গরুর উৎপত্তি কিন্তু ভারতে। অন্ধ্র প্রদেশের নেলোর জেলার নাম থেকেই এই প্রজাতির নামকরণ করা হয়েছে। ১৮৬৮ সালে জাহাজে প্রথম জোড়া নেলোর গরু ব্রাজিলে রুপ্তানি করেছিল ভারত। ভারত এতো দামির গরুর উৎপাদন করে না কারণ ক্রেতা নেই। । গত শতাব্দীর ছয়ের দশকে এই গরুর সংখ্যার উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে ব্রাজিলে। এখন ব্রাজিলের অন্যতম গুরুত্বপূর্ণ গবাদি পশুর জাত হয়ে উঠেছে নেলোর গরু।

news24bd.tv/ডিডি