জন্মহার বাড়াতে আরও এক উদ্যোগ দক্ষিণ কোরিয়ার

সংগৃহীত ছবি

জন্মহার বাড়াতে আরও এক উদ্যোগ দক্ষিণ কোরিয়ার

অনলাইন ডেস্ক

বিশ্বের মধ্যে দক্ষিণ কোরিয়ায় জন্মহার সর্বনিম্ন। সরকার এর আগে জন্মহার বাড়াতে নানা উদ্যোগ হাতে নিলেও বস্তুত তা খুব একটা কাজে আসেনি। মূলত জন্মহার কমে যাওয়ার পেছনে উঠে এসেছে দেশটির তরুণ-তরুণীর বিয়েতে অনাগ্রহ।

দক্ষিণ কোরিয়ায় তরুণ তরুণীদের অভিযোগ, বিয়ে ও পরিবার শুরু না করার পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে বৃহত্তর সিউলে ব্যয়বহুল আবাসন ও দীর্ঘ যাত্রা।

এর কারণে প্রতিদিন তাদের নষ্ট হয় অনেক মূল্যবান সময়।

এর ফলে দীর্ঘ সময়ের কষ্ট কমাতে নতুন একটি দ্রুতগতির ট্রেন পরিষেবা চালু করতে যাচ্ছে দেশটি। এটি চালু হলে রাজধানী সিউলের কেন্দ্র ও শহরতলিতে যাতায়াতের সময় কমবে।

এর প্রকল্পের কর্মকর্তারা বলছেন, গ্রেট ট্রেন এক্সপ্রেস (জিটিএক্স) প্রকল্পটি কাজে আসবে।

৯৯ দশমিক ৫ বিলিয়ন ডলারে ভূগর্ভস্থ দ্রুতগতির ট্রেন প্রকল্পটির নির্মাণ করা হবে। ২০৩৫ সালের মধ্যে ছয়টি রুটে সিউলের সঙ্গে আশপাশের অঞ্চলকে যুক্ত করবে প্রকল্পটি।

গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওল প্রথম রুটের একটি শাখা উদ্বোধন করেছেন। এটি চালু হওয়ার ফলে রাজধানীর সুসিও থেকে ডঙ্গটান শহরে যাতায়াতের সময় ১৯ মিনিটে নেমে আসবে। বর্তমানে বাসে যাতায়াতে সময় লাগে ৮০ মিনিট। সূত্র: রয়টার্স, স্কাই নিউজ

news24bd.tv/FA

এই রকম আরও টপিক