শহর যানজটমুক্ত করতে গিয়ে বিপাকে পৌর মেয়র

শহর যানজটমুক্ত করতে গিয়ে বিপাকে পৌর মেয়র

ঝিনাইদহ প্রতিনিধি

শহরকে যানজটমুক্ত করতে গিয়ে সড়কে নেমে বিপাকে পড়তে হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফকে।

শহরে যানজট নিরসনে পৌর কর্তৃপক্ষের অভিযানের সময় একটি মোটরসাইকেল সরানোকে কেন্দ্র করে ঘটেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। সেসময় স্থানীয়দের সাথে বাক-বিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে টিপু সুলতান নামের এক যুবক আহত হয়।

ওই ঘটনায় যুবকের স্বজনরা মেয়রসহ ১৪ জনের নামে থানায় হয়রানীমূলক একটি মামলা দায়ের করেন।

জানা গেছে, কালীগঞ্জ পৌর শহরকে যানজটমুক্ত করতে উপজেলা প্রশাসন আইনশৃঙ্খলা সভায় এক সিদ্ধান্ত গ্রহণ করে। শহরে যত্রতত্র গাড়ি পার্কিং ও আসন্ন ঈদে সাধারণ মানুষ নির্বিঘ্নে মার্কেটগুলোতে গিয়ে কেনা কাটা করতে পারে সেজন্য পৌর মেয়র আশরাফুল আলম আশরাফকে দায়িত্ব দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় মেয়র শহরের পরিচ্ছন্নতায় মাঠে নামলে ঘটে এই কাণ্ড।

বিষয়টি নিয়ে ঝিনাইদহের সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন জানান, একটা শহরের দেখভাল একজন পৌরপিতাই করে থাকেন।

শহরকে যানজট মুক্ত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফ। মেয়রের বিরুদ্ধে মামলার ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক