খালের মাটি ইটভাটায় বিক্রি

অবৈধভাবে মাটি কেটে নেওয়ায় আটক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ দুজন

খালের মাটি ইটভাটায় বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি 

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের মৌরাট খাল থেকে এক্সেভেটর (ভেকু) মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে নেওয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩০ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাংশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান।

জরিমানাকৃতরা হলেন, মৌরাট ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আলমগীর হোসেন মিয়া (৪৫) ও পাবনার বেড়া এলাকার খালেক প্রামাণিকের ছেলে আব্দুল হালিম (২৩)।

ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা প্রশাসকের অনুমতি ছাড়াই মৌরাট ইউনিয়ন পরিষদের রেকর্ডভুক্ত মৌরাট খাল থেকে মাটি কেটে ইট ভাটায় ও অন্যান্য ব্যক্তির কাছে বিক্রি করে আসছিল ইউপি সদস্য আলমগীর হোসেন মিয়া।

খবর পেয়ে বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তাঁকে ও তার সহযোগীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাংশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান জানান, মৌরাট ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আলমগীর হোসেন মিয়া দোষ স্বীকার করায় তাঁকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে ৫০ হাজার টাকার অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক