রোলেক্স ঘড়ির সন্ধানে পেরুর প্রেসিডেন্টের বাড়িতে তল্লাশি

পুলিশ এবং প্রসিকিউটর অফিসের যৌথ অভিযানটি আজ দেশটির স্থানীয় টেলিভিশন চ্যানেল লাতিনাতে সম্প্রচার করা হয়।

রোলেক্স ঘড়ির সন্ধানে পেরুর প্রেসিডেন্টের বাড়িতে তল্লাশি

অনলাইন ডেস্ক

একটি রোলেক্স ঘড়ির সন্ধানে দক্ষিণ আমেরিকার দেশ পেরুর প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। দেশটিতে এই ঘটনায় হওয়া দুর্নীতিকাণ্ডের নাম দেওয়া হয়েছে 'রোলেক্সগেট'।

পুলিশ বলছে, দুর্নীতির মামলার তদন্তের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। শনিবার (৩০ মার্চ) এমন ঘটনার তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি

প্রতিবেদনে বলা হয়, একটি রোলেক্স ঘড়ির সন্ধানে পেরুর প্রেসিডেন্টের বাড়িতে তল্লাশি করা হয়।

এ অভিযানে ৪০ জন কর্মকর্তা অংশ নিয়েছিলেন।  

দিনা বোলুয়ার্তে অবশ্য এমন কোনো ঘড়ি তার কাছে কী না সে বিষয়ে কোনো ঘোষণা দেননি। পুলিশ এ প্রসঙ্গে জানায়, তল্লাশি অভিযানটি চালানো হয় অনুসন্ধান ও উদ্ধার তৎপরতার অংশ হিসেবে।

২০২২ সালের ডিসেম্বরে দায়িত্ব নেওয়ার সময় থেকে একটি সংবাদ প্রতিবেদনে প্রেসিডেন্ট উপহার পাওয়া ঘড়ির বিষয়টি তুলে ধরা হয়।

তবে তিনি তার পাবলিক রেকর্ডে এই সব ঘড়ি থাকার বিষয়টি ‍উল্লেখ করেননি। পরে এ ঘড়ির উৎসের সন্ধানে নামে পুলিশ।

বোলুয়ার্তে বলেছিলেন যে, তার রোলেক্স ঘড়িটি পুরাতন, তিনি এটি ১৮ বছর বয়স থেকে অর্থ জমানোর পর কিনেছিলেন।

সরকার এই মাসের শুরুতে ঘোষণা করেছে, গত দুই বছরে প্রেসিডেন্ট ঘোষিত সম্পদ পর্যালোচনা করবে। গত সপ্তাহে এক বক্তৃতায় প্রেসিডেন্ট বলুয়ার্তে জানিয়েছিলেন, তিনি দুর্নীতিমুক্ত থেকে দায়িত্ব নিয়েছেন এবং দুর্নীতিমুক্ত থেকেই দায়িত্ব ছাড়বেন।

পুলিশ এবং প্রসিকিউটর অফিসের যৌথ অভিযানটি আজ দেশটির স্থানীয় টেলিভিশন চ্যানেল লাতিনাতে সম্প্রচার করা হয়।  

উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে প্রাক্তন রাষ্ট্রপতি পেদ্রো কাস্তিলোর শাসনের অবসানের পর ক্ষমতায় আসেন দিনা বোলুয়ার্তে।

news24bd.tv/DHL