চিকিৎসার জন্য বিদেশ যেতে আমানউল্লাহ আমানের আবেদন

বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান।

চিকিৎসার জন্য বিদেশ যেতে আমানউল্লাহ আমানের আবেদন

অনলাইন ডেস্ক

সুচিকিৎসার জন্য বিদেশ যেতে অনুমতির জন্য চেম্বার আদালতে আবেদন করেছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান। শনিবার (৩০ মার্চ) দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৮ মার্চ) চেম্বার আদালতের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন আমানউল্লাহ আমান। রোববার (৩১ মার্চ) এ বিষয়ে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: আওয়ামী লীগ স্বাধীনতা চায়নি, চেয়েছিল পাকিস্তানের অখণ্ডতা: মেজর হাফিজ

বৃহস্পতিবার হঠাৎ বুকের ব্যথাজনিত কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন আমানউল্লাহ আমান। সেখানে চিকিৎসা শেষে শুক্রবার (২৯ মার্চ) তিনি বাসায় ফিরে যান।

এর আগে গত ২০ মার্চ অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগের মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি নেতা আমানউল্লাহ আমান আপিল বিভাগ থেকে জামিন পান। আদালতের নির্দেশ অনুযায়ী, বিদেশ যেতে হলে তাকে আদালতের অনুমতি নিতে হবে।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন। এ আদেশের পরিপ্রেক্ষিতে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন বিএনপি নেতা আমান।

news24bd.tv/ab