সাংবাদিকদের হুমকি দিলে কঠোর ব্যবস্থা: ইসি আহসান

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)।

সাংবাদিকদের হুমকি দিলে কঠোর ব্যবস্থা: ইসি আহসান

অনলাইন ডেস্ক

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের সময় সাংবাদিকদের কেউ হুমকি দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)। শনিবার (৩০ মার্চ) বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, সরকার আমাদের উপর পরিপূর্ণ আস্থা রেখেছে। ইতোমধ্যে বেশ কিছু নতুন আইন পাস হয়েছে।

উপজেলা নির্বাচনের প্রার্থীরা যতোই প্রভাবশালী হোক না কেন তাদেরকে নির্বাচনের আইনকানুন শতভাগ মেনে চলতে হবে।

আরও পড়ুন: আমরা বাজারে এলে দাম কমে, চলে গেলে দাম বাড়ে: ভোক্তার ডিজি

এ সময় অতীতের সবগুলো নির্বাচনের চেয়ে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি অনেক বেশি হবে বলে আশা প্রকাশ করেন ইসি আহসান।

চার ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, যার প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোট হবে আগামী ৮ মে। পরবর্তীতে তিন ধাপের ভোটগ্রহণ ২৩ ও ২৯ মে এবং ৫ জুন অনুষ্ঠিত হবে।

দেশে মোট উপজেলার সংখ্যা ৪৯৫টি।

news24bd.tv/ab