মুক্তিযুদ্ধ মন্ত্রীর অনুষ্ঠান বর্জনের ঘোষণা কালিহাতী আওয়ামী লীগের

মুক্তিযুদ্ধ মন্ত্রীর অনুষ্ঠান বর্জনের ঘোষণা কালিহাতী আওয়ামী লীগের

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে উপজেলা আওয়ামী লীগ।

শনিবার (৩০ মার্চ) বিকেলে দলীয় প্যাডে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়। এতে কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারের (ঠান্ডু) বর্জনের ওই চিঠিতে স্বাক্ষর থাকলেও সাধারণ সম্পাদকের স্বাক্ষর নেই।

প্রেস বিজ্ঞপ্তিতে মোজহারুল ইসলাম তালুকদার জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কালিহাতীতে মুক্তিযুদ্ধ স্মৃতি বিজড়িত বানিয়াফৈর এলাকায় স্মৃতি ফলকের স্থান পরিদর্শন করতে আসেন।

এসময় বীর মুক্তিযোদ্ধা ও জনগণের সমাবেশ অনুষ্ঠানে তিনি জননেত্রী শেখ হাসিনার দেওয়া নৌকা মার্কার বিরুদ্ধে যাওয়া স্বতন্ত্র প্রার্থীকে অভিনন্দন জানান এবং তাকে অকুণ্ঠ সমর্থন জানান। এতে জননেত্রীর সিদ্ধান্তের বিরোধিতা করে নৌকা প্রতীকের বিরুদ্ধে যাওয়ায় কালিহাতী উপজেলা আওয়ামী লীগ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এতে মন্ত্রীর সকল প্রকার কর্মকাণ্ড বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে উপজেলা আওয়ামী লীগ। এমনকি নৌকা প্রতীক নিয়ে উপজেলার সকল চেয়ারম্যান যারা নির্বাচিত হয়েছেন তারাও ক্ষুব্ধ হয়ে মন্ত্রীকে বর্জনের একাত্মতা ঘোষণা করেছেন।

এর আগে দুপুরে কালিহাতী উপজেলার বানিয়াফৈরে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকের স্থান নির্ধারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, আবদুল লতিফ সিদ্দিকী আমার নেতা। আপনারা কালিহাতীর জনগণ আবদুল লতিফ সিদ্দিকীকে আবারো বিজয়ী করেছেন এজন্য অনেক অভিনন্দন জানাচ্ছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল -৪ ( কালিহাতী)  আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু, সাধারণ সম্পাদক আনোয়ার মোল্ল্যা প্রমুখ।

এ বিষয়ে কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার মোল্ল্যা বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর অনুষ্ঠান বর্জনের কোন সিদ্ধান্ত হয়নি। আর চিঠির বিষয়েও আমি অবগত নই। যেহেতু চিঠি দেখিনি ফলে এই বিষয়ে কোন কিছু বলতে পারবো না।

কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। সেখানে স্বতন্ত্র প্রার্থীকে মন্ত্রীর অভিনন্দন জানানো এবং অপমানমূলক কথাবার্তায় আওয়ামী লীগের নেতাকর্মী ও ইউপি চেয়ারম্যান ক্ষুব্ধ হয়েছে। যুগ্ম সম্পাদকসহ নেতাদের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে বর্জনের ওই চিঠি দেয়া হয়েছে। তবে কোন মিটিং করে সিদ্ধান্ত করে দেয়া হয়নি।

news24bd.tv/FA