হামাসের কাছে আটক জিম্মিদের মুক্তির জন্য তেল আবিবে গণবিক্ষোভ

ইসরায়েলের তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে সড়কে আগুন জ্বালিয়ে হাজারো মানুষের প্রতিবাদ-বিক্ষোভ করেন (সংগৃহীত ছবি)

হামাসের কাছে আটক জিম্মিদের মুক্তির জন্য তেল আবিবে গণবিক্ষোভ

অনলাইন ডেস্ক

হামাসের কাছে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলিদের ক্ষোভ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এ ঘটনার বহিঃপ্রকাশ ঘটেছে রাজপথে। শনিবার (৩০ মার্চ) ইসরায়েলের তেল আবিবে হাজার হাজার মানুষ রাজপথে নেমে বিক্ষোভ করেন। এ সময় তারা বিক্ষোভকারীদের মুক্তির জন্য দ্রুত একটি চুক্তি করার দাবি জানান।

জিম্মিদের স্বজনরা প্রতিবাদ আয়োজন করেছিলেন। সেখানে জিম্মিদের ছবিসহ প্ল্যাকার্ড নিয়ে হাজির হন অনেকে। ইসরায়েলের তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে সড়কে আগুন জ্বালিয়ে হাজারো মানুষের প্রতিবাদ-বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারীদের আগুন নেভাতে পুলিশ সদস্যরা প্রচেষ্টা চালান।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে এবং রাজপথ থেকে সরানোর জন্য পুলিশ পানি ছিটায়।

উল্লেখ্য, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনে চাপের মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সম্পর্ক নিয়ে সৃষ্টি হয়েছে নতুন টানাপোড়েন। তবে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে যুক্তরাষ্ট্র বিরত থাকার পর ইসরায়েলি কর্মকর্তাদের যুক্তরাষ্ট্র সফর বাতিল করেন নেতানিয়াহু।

নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছিল ওই প্রস্তাবে। একই সঙ্গে গাজার শাসকগোষ্ঠী হামাসের কাছে থাকা জিম্মিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে এতে।

news24bd.tv/SC