ইফতারে বানিয়ে ফেলুন ফিশ রোল, দেখে নিন রেসিপি

সংগৃহীত ছবি

ইফতারে বানিয়ে ফেলুন ফিশ রোল, দেখে নিন রেসিপি

অনলাইন ডেস্ক

ইফতারে হরেক রকম আয়োজনের সাথে ঘরে তৈরি ফিশ রোল রাখলে মন্দ হয় না। কম সময়ে বানিয়ে ফেলুন ভেটকি-চিংড়ির ফিশ রোল। নিম্নে জেনে নিন সহজ রেসিপি।

উপকরণ

ভেটকি মাছ: ৭৫০ গ্রাম

সাদা তেল: ২৫০ গ্রাম

পেঁয়াজ: আধ কাপ

গোলমরিচ গুঁড়ো: ১ চামচ

আলু: ১০০ গ্রাম

কুচো চিংড়ি: ২৫০ গ্রাম

ধনেপাতা কুচি: ৫০ গ্রাম

কাঁচালঙ্কা কুচি: ৭-৮ টি

ডিম: ৩ টি

লেবুর রস: ৪ চামচ

বিস্কুটের গুঁড়ো: ২০০ গ্রাম

লবণ: স্বাদমতো

গোলমরিচের গুঁড়ো: ২ টেবিল চামচ

তেঁতুলের ক্বাথ: ২-৩ টেবিল চামচ

প্রণালী 

পাতলা ও চওড়া করে ফিলে করা ভেটকি মাছ ভাল করে ধুয়ে লেবুর রস, লবণ ও গোলমরিচ মাখিয়ে রাখুন।

ধনেপাতা, কাঁচালঙ্কা, তেঁতুল ও আন্দাজমতো লবণ দিয়ে একটা চাটনি তৈরি করে নিন। তার পর চিংড়ি ভাজা, কাঁচা লঙ্কা কুচি ও ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়ো, আলু সেদ্ধ, পেঁয়াজ ভাজা ও লবণ একসঙ্গে মিশিয়ে পুর তৈরি করুন। মাছের ফিলেগুলি চাটনিতে মাখিয়ে মাঝখানে পুর ভরে রোল বানিয়ে নিতে হবে। একটি পাত্রে ডিম ফেটিয়ে তাতে মাছের রোলগুলি ভিজিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ডুবো তেলে ভাজতে হবে।
তা হলেই তৈরি ভেটকি-চিংড়ির রোল।

news24bd.tv/TR     

এই রকম আরও টপিক