জ্বালানি তেলের দাম আবারও কমলো

সংগৃহীত ছবি

জ্বালানি তেলের দাম আবারও কমলো

নিজস্ব প্রতিবেদক

প্রাইসিং ফর্মুলা অনুযায়ী জ্বালানি তেলের মূল্য সমন্বয় করে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী কমেছে ডিজেল, কেরোসিনের দাম। তবে পেট্রোল অকটেনের দাম অপরিবর্তিত রয়েছে।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে প্রকাশিত নতুন দাম অনুযায়ী ডিজেল ১০৮.২৫ টাকা থেকে ২.২৫ টাকা কমে ১০৬.০০ টাকা লিটার, কেরোসিন ১০৮.২৫ টাকা থেকে ২.২৫ টাকা হ্রাস করে ১০৬.০০ টাকা লিটার হয়েছে।

তবে অকটেন ১২৬.০০ টাকা লিটার এবং পেট্রোল ১২২ টাকা লিটার অপরিবর্তিত রেখে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ/সমন্বয় করা হয়েছে। নির্ধারিত মূল্য আগামীকাল সোমবার (১ এপ্রিল) থেকে কার্যকর হবে।

No description available.

উল্লেখ্য, তুলনামূলক চিত্রে দেখা যায় প্রতিবেশী দেশ ভারতের কোলকাতায় বর্তমানে ডিজেল লিটার প্রতি ৯০.৭৬ রুপি বা ১৩০.৬৯ টাকায় (১ রুপি=১.৪৪ টাকা) এবং পেট্রোল ১০৯.৯৪ রুপি বা ১৫৮.৩১ টাকায় বিক্রি হচ্ছে। যা তুলনামূলক বাংলাদেশ থেকে বেশি।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক