গুজব বন্ধে ফেসবুক ইউটিউব ও গুগলের কাছে চিঠি দেবে সরকার

ফাইল ছবি

গুজব বন্ধে ফেসবুক ইউটিউব ও গুগলের কাছে চিঠি দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক

গুজব বন্ধ করার জন্য ইউটিউব, ফেসবুক ও গুগল কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়ে অভিযোগ করবে সরকার। যাতে গুজবের বিরুদ্ধে অ্যাকশন নেয় তারা।

রোববার (৩১ মার্চ) দুপুরে সরকারের আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রথম মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এসব জানান কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মন্ত্রী জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।

বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা যাতে কেউ না করতে পারে সে ব্যাপারে মনিটরিং অব্যাহত রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

এসময় মন্ত্রী ঈদের ছুটি একদিন বাড়িয়ে ৯ এপ্রিল থেকে করার সুপারিশ করেন। মন্ত্রী বলেন, শ্রমিকদের বেতন যাতে সময়মতো পরিশোধ করা হয় সে জন্য প্রয়োজনে ব্যাংক বেশিক্ষণ খোলা রেখে, বন্ধের দিনও খোলা রাখে সুবিধা দিতে পারে, যাতে শ্রমিকদের মধ্যে কোনো অসন্তোষ না হয়।

news24bd.tv/FA