হায়দরাবাদের বিপক্ষে সহজ জয় গুজরাটের 

হায়দরাবাদের বিপক্ষে সহজ জয় গুজরাটের 

অনলাইন ডেস্ক

ঘরের মাঠে আগের ম্যাচেই আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোরের ইতিহাস গড়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে পরের মাঠে যেতেই খেই হারাল দলটি। গুজরাটের বিপক্ষে তাদের মাঠেই বড় ব্যবধানে হেরেছে হায়দরাবাদ।

আজ রোববার (৩১ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে ১৬২ রানেই থামে হায়দরাবাদ।

সেই রান ৫ বল হাতে থাকতেই টপকে যায় গুজরাট। তুলে নেয় ৭ উইকেটের জয়।

রান তাড়ায় নেমে কখনো পথভ্রষ্ট মনে হয়নি গুজরাটকে। ৩৬ রানে ঋদ্ধিমান সাহাকে (১৩ বলে ২৫) হারানোর পর শুভমন গিল ও সাই সুদর্শনের ব্যাটে এগোতে থাকে গুজরাট।

ব্যক্তিগত ৩৬ রানে গিল ফেরার পর সুদর্শনের ৩৬ বলে ৪৫ এবং শেষে ডেভিড মিলারের অপরাজিত ২৭ বলে ৪৪ রানের ইনিংসে সহজ জয় পায় স্বাগতিকরা। ১৪ রান করে অপরাজিত থাকেন বিজয় শংকর।

হায়দরাবাদের হয়ে একটি করে উইকেট নেন শাহবাজ আহমেদ, মায়াঙ্ক মারকান্ডে এবং প্যাট কামিন্স।

এর আগে, হায়দরাবাদ অল্পতেই আটকে যেত, যদি না শেষদিকে ঝোড়ো ক্যামিও খেলতেন আব্দুল সামাদ। তার ১৪ বলে ২৯ রানের ইনিংস ছাড়াও অভিষেক শর্মার ব্যাট থেকে আসে ২৯ রান। আইনরিখ ক্লাসেন এদিন ২৪ রানেই ফিরে যান প্যাভিলিয়নে।

গুজরাটের হয়ে দারুণ বোলিং করেন মোহিত শর্মা। ২৫ রানে তিনি নেন ৩ উইকেট। এছাড়া একটি করে উইকেট তুলে নেন আজমতুল্লাহ ওমরজাই, উমেশ যাদব, রশিদ খান এবং নুর আহমেদ।

news24bd.tv/SHS