ঈদে ঢল নামবে পর্যটকদের, ট্যুরিস্ট পুলিশের ছুটি বাতিল

সমুদ্র সৈকতে পর্যটক (ফাইল ছবি)

ঈদে ঢল নামবে পর্যটকদের, ট্যুরিস্ট পুলিশের ছুটি বাতিল

অনলাইন ডেস্ক

ট্যুরিস্ট পুলিশের প্রধান আবু কালাম সিদ্দিক জানান, আসন্ন ঈদে ৩ লাখ পর্যটক কক্সবাজার যাবে। এছাড়া আরও প্রায় ৩ লাখ যাবে কুয়াকাটা, সিলেট ও পতেঙ্গায়।  এ জন্য পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশ সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে।

রোববার (৩১ মার্চ) দুপুরে তোপখানা রোডে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

 

ট্যুরিস্ট পুলিশের প্রধান জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কুয়াকাটা সমুদ্র সৈকতে ১২টি, পতেঙ্গা বিচে ১২টি ও কক্সবাজারে ২০টি সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুমের মাধ্যমে প্রতিটি সিসিটিভি মনিটরিং করা হবে।  

কক্সবাজারের প্রতিটি বিচকে ইন্টার কমিং সিস্টেমের আওতায় আনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, পর্যটকরা তাদের সমস্যা সরাসরি ইন্টার কমের মাধ্যমে টুরিস্ট পুলিশকে অবগত করতে পারবে। এছাড়া কক্সবাজারে ৩টি পয়েন্টে এলার্মিং বাটন দেওয়া হয়েছে।

এদিকে সাজেক ভ্যালিতেও প্রথম বারের মতো ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করা হয়েছে।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক