মোস্তাফিজকে নিয়েই দিল্লির বিপক্ষে লড়াইয়ে চেন্নাই

সংগৃহীত ছবি

মোস্তাফিজকে নিয়েই দিল্লির বিপক্ষে লড়াইয়ে চেন্নাই

অনলাইন ডেস্ক

আইপিএলের চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটের মালিক মোস্তাফিজুর রহমান। ২ ম্যাচে তার শিকার ৬ উইকেট। নিজেদের তৃতীয় ম্যাচেও ‘ম্যাচ-উইনার’ ফিজকে শুরুর একাদশে রেখেছে চেন্নাই। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে আগে বোলিং করবে মোস্তাফিজরা।

আজ রোববার (৩১ মার্চ) বিশাখাপত্তনমে চেন্নাইয়ে আতিথেয়তা দেবে দিল্লি। লড়াইয়ে নামার আগে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্ত।  

দিল্লি এই ম্যাচে একাদশে এনেছে দুটি পরিবর্তন। কুলদিপ যাদব ও রিকি ভুইয়ের পরিবর্তে একাদশে ঢুকেছেন ইশান্ত শর্মা এবং পৃথ্বী শ।

তবে একাদশে কোনো পরিবর্তন আনেনি চেন্নাই।

দিল্লি ক্যাপিটালস একাদশ: পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ঋষভ পন্ত (উইকেটকিপার/অধিনায়ক), ত্রিস্তান স্টাবস, অভিষেক পোরেল, অক্ষর প্যাটেল, আনরিখ নর্কিয়া, মুকেশ কুমার, ইশান্ত শর্মা, খলিল আহমেদ।  

চেন্নাই সুপার কিংস একাদশ: রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, অজিঙ্কা রাহানে, ডেরল মিচেল, রবীন্দ্র জাদেজা, সামির রিজভি, এমএস ধোনি (উইকেটকিপার), দীপক চাহার, তুশার দেশপান্ডে, মাতিশা পাতিরানা, মোস্তাফিজুর রহমান।  

news24bd.tv/SHS