তুরস্কে স্থানীয় নির্বাচনে এরদোগানের দলের হার

সংগৃহীত ছবি

তুরস্কে স্থানীয় নির্বাচনে এরদোগানের দলের হার

অনলাইন ডেস্ক

তুরস্কের স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের দাবি করেছে বিরোধী দলের প্রার্থীরা। নির্বাচনে হেরে গেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের একে পার্টির মনোনীতরা।

তুর্কির ইস্তানবুল, আঙ্কারাসহ দেশটির প্রধান শহরগুলোয় বড় ব্যবধানে জয় পেয়েছে বিরোধী দলগুলো। মেয়র, প্রাদেশিক পরিষদ এবং আরও বিভিন্ন ধরনের স্থানীয় প্রতিনিধি নির্বাচনের জন্য অংশ নেন দেশটির ভোটাররা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রোববার তুরস্কে অনুষ্ঠিত হওয়া এ নির্বাচনে ১০ লাখেরও বেশি তরুণ ভোটার প্রথমবারের মতো ভোট দেন। একইসাথে ইস্তানবুলে ফের মেয়র নির্বাচিত হয়েছেন সিএইচপিপ্রধান একরেম ইমামোগলু। ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন তিনি। এই ভোট এরদোগানের একে পার্টির প্রার্থীর তুলনায় ১০ শতাংশ বেশি।

রাজধানী আঙ্কারায় ৫৯ শতাংশের বেশি ভোট নিয়ে জয় পেয়েছেন মনসুর ইয়াভাস। এ ছাড়া ইজমির, বুরসা, আদানা, আনাতালিয়াসহ বড় বড় শহরগুলোয়ও আধিপত্য সিএইচপির। বেশ কয়েকটি স্থানে জয় পেয়েছে ডিইএম।

news24bd.tv/FA