ভাড়া বেশি চাওয়ায় অটো চালককে পিটিয়ে আহত

ভাড়া বেশি চাওয়ায় অটো চালককে পিটিয়ে আহত

ঠাকুরগাঁও প্রতিনিধি

রিকশাভাড়া চাওয়াকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে এক বৃদ্ধ অটোরিকশা চালককে মারধর করেছেন এক যুবক। বৃদ্ধকে মারধরের পরপরই প্রত্যক্ষদর্শীদের তোপের মুখে পড়েন ওই যুবক। ঘটনার ১ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

জানা যায়, শনিবার ৩০ মার্চ বিকেলে শহরের চৌরাস্তায় এ ঘটনাটি ঘটে।

এ নিয়ে আলোচনা, সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভুক্তভোগী অটোরিকশা চালকের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে অভিযুক্ত যুবকের নাম রুবেল বলে জানা গেছে। তার বাসা শহরের শিমুলতলায়।

ভিডিওটিতে দেখা যায়, বৃদ্ধ রিকশাচালক কান্নাজড়িত কণ্ঠে পথচারীদের বলছেন ৩০ টাকা ভাড়া চাওয়ায় ওই যুবক চড় থাপ্পড় মারে এবং নোংরা ভাষায় গালিগালাজ করে। এসময় বৃদ্ধ অটোচালক কান্নায় ভেঙে পড়েন। আর বলতে থাকেন আমি কী দোষ করেছি, আমি রোজা আছি, কেন আমাকে থাপ্পড় মারল।

পরে পথচারীদের তোপের মুখে পড়েন ওই যুবক। এসময় বৃদ্ধ রিকশাচালকের কাছে ক্ষমা চাইতে বললে যুবক বলে ওঠেন রিকশাওয়ালার দোষ।

এদিকে বৃদ্ধকে মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়ায় এরই মধ্যে ওই যুবকের বিচার চেয়েছে সচেতন মহল। সেইসাথে তার কঠোর শাস্তিরও দাবি করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ এ. বি. এম ফিরোজ ওয়াহিদ বলেন, বিষয়টি দেখেছি তবে এখনো পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক