দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের খরচ ২ কোটি ৭৬ লাখ টাকা 

আওয়ামী লীগ

দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের খরচ ২ কোটি ৭৬ লাখ টাকা 

অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দলীয়ভাবে ২ কোটি ৭৬ লাখ ৭৮ হাজার ১২০ টাকা খরচ করেছে। সোমবার (১ এপ্রিল) দলটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, মূলত জনসভা, প্রচারণা, পোস্টার ইশতেহার প্রণয়নে এ ব্যয় খরচ করেছে দলটি।  

একাদশ সংসদ নির্বাচনের চেয়ে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া ভোটে ১ কোটি ৭১ লাখ ২০ হাজার ৪৮২ টাকা বেশি ব্যয় করে আওয়ামী লীগ।

 

আওয়ামী লীগের সভাপতিণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবের কাছে দলের পক্ষ থেকে দ্বাদশ ভোটের ব্যয় বিবরণী জমা দেন। কমিশনের ব্যয় বিবরণী জমা দিয়ে দলটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
news24bd.tv/আইএএম