পশুর চ্যানেলে ডুবে যাওয়া বাল্কহেড থেকে চাল উত্তোলন শুরু

ডুবে যাওয়া বাল্কহেড থেকে ১৭৫ মেট্রিক টন চাল উত্তোলন চলছে

পশুর চ্যানেলে ডুবে যাওয়া বাল্কহেড থেকে চাল উত্তোলন শুরু

শেখ আহসানুল করিম, বাগেরহাট

বাগেরহাটের মোংলায় পশুর চ্যানেলে ডুবে যাওয়া বাল্কহেড থেকে ১৭৫ মেট্রিক টন চাল উত্তোলন শুরু হয়েছে। সোমবার (১ এপ্রিল) সকাল থেকে থেকে ৭ জন ডুবুরি ও ৫০ জন শ্রমিক চাল উত্তোলনের কাজ করছে।

রোববার বিকেলে মোংলা পশুর নদীর ত্রিমোহনায় এমভি শাহজাদা- ৬ নামে একটি লাইটার জাহাজের ধাক্কায় ১৭৫ মেট্রিক টন চাল ভর্তি বাল্কহেট এমভি সাফিয়া ডুবে যায়।

এ সময়ে ৫ নাবিক নদী থেকে সাঁতরে তীরে ওঠায় তাদের জীবন রক্ষা পায়।

রাতেই নৌ পুলিশের সদস্যরা ঘষিয়াখালী চ্যানেল দিয়ে পালিয়ে যাওয়ার ধাক্কা দেয়া লাইটারেজ জাহাজ এমভি শাহজাদা-৬ জব্দ করা হয়েছে।

মোংলা নৌ পুলিশ ফাঁড়ির কর্মকর্তা এসআই ফকরুল ইসলাম জানান, রোববার খুলনা মহেশ্বরপাশা সরকারি খাদ্য গুদাম থেকে মোংলা খাদ্য গুদামের ৬০০০ বস্তা ভর্তি ১৭৫ মেট্রিক টন চাল নিয়ে মোংলা আসার পথে রোববার বিকেলে মোংলা পশুর নদীর ত্রিমোহনায় এমভি শাহজাদা- ৬ নামে একটি লাইটার জাহাজের ধাক্কায় এমভি সাফিয়া নামে বাল্কহেডটি ডুবে যায়। এ সময়ে ৫ নাবিক নদী সাঁতরে তীরে ওঠায় তাদের জীবন রক্ষা পায়। রাতেই নৌ পুলিশের সদস্যরা ঘষিয়াখালী নৌ চ্যানেল দিয়ে পালিয়ে যাওয়ার ধাক্কা দেওয়া লাইটারেজ জাহাজ এমভি শাহজাদা-৬ জব্দ করে।

সোমবার সকাল হতে ডুবে যাওয়া বাল্কহেড থেকে ১৭৫ মেট্রিক টন চাল উত্তোলন শুরু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক