অরবিন্দ কেজরিওয়ালকে কারাগারে প্রেরণ

অরবিন্দ কেজরিওয়ালকে ১৫ এপ্রিল পর্যন্ত কারাগারে পাঠিয়েছে ভারতের একটি আদালত।

অরবিন্দ কেজরিওয়ালকে কারাগারে প্রেরণ

অনলাইন ডেস্ক

দিল্লীর মূখ্যমন্ত্রী এবং অন্যতম বিরোধীদলীয় নেতা অরবিন্দ কেজরিওয়ালকে ১৫ এপ্রিল পর্যন্ত কারাগারে পাঠিয়েছে ভারতের একটি আদালত। এমন সময়ে কেজরিওয়াল জেল থেকে বের হবেন যখন ভারতের জাতীয় নির্বাচনের আর মাত্র তিন সপ্তাহ বাকি থাকবে। খবর আল জাজিরার।

ভারতের আর্থিক অপরাধ তদন্তকারী কর্তৃপক্ষ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গত মাসে কেজরিওয়ালকে দুর্নীতির দায়ে গ্রেপ্তার করে।

পড়ে আদালত তাকে ১ এপ্রিল পর্যন্ত রিমান্ডে রাখার আদেশ দেয়।

সোমবার (১ এপ্রিল) আদালতে ইডির আইনজীবীরা রিমান্ড চলাকালে কেজরিওয়াল সহযোগিতা করেননি এবং সঠিক উত্তর না দিয়ে কথা ঘুরিয়েছেন বলে উল্লেখ করেন। অতঃপর আইনজীবীরা কেজরিওয়ালকে ১৫ দিনের জন্য কারাদণ্ড দিতে আদালতকে অনুরোধ করেন।

আরও পড়ুন: ইমরান খানের কারাদণ্ডাদেশ বাতিল করলো পাকিস্তানের আদালত

কেজরিওয়ালের সমর্থকদের দাবি হচ্ছে তাকে নির্বাচন থেকে দূরে রাখতেই মিথ্যা মামলায় নির্বাচনের আগ মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার দল ভারতীয় জনতা পার্টি-বিজেপি এই দাবি অস্বীকার করেছেন।

নিজের গ্রেপ্তারের জন্য মোদিকে দায়ী করেছেন কেজরিওয়াল। আদালতে প্রবেশ করার সময় তিনি জানান, মোদি যা করছেন তা ভারতের জন্য ভালো হবে না।

কেজরিওয়ালকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেই একই মামলায় তার দল আম আদমি পার্টির প্রায় সকল সিনিয়র নেতাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে।

news24bd.tv/ab