উপাচার্যকে পাশে চান বুয়েট শিক্ষার্থীরা

বুয়েট উপাচার্য সত্য প্রসাদ মজুমদার ও বুয়েট শিক্ষার্থীরা

উপাচার্যকে পাশে চান বুয়েট শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি চলতে বাধা নেই বলে আজ সোমবার (১ এপ্রিল) আদেশ দিয়েছেন হাইকোর্ট। এই অবস্থায় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তের পক্ষে আইনি লড়াই চালাতে ভিসিকে পাশে চান সাধারণ শিক্ষার্থীরা।  

সোমবার ছাত্ররা জানান, যে রাজনীতি ছত্রদের র্যাগ দিতে শেখায়- এমন রাজনীতি বুয়েট চায় না। সম্মিলিত প্রচেষ্টায় মৌলবাদ রুখে দেওয়া সম্ভব।

এর জন্য ক্যাম্পাসে ছাত্র রাজনৈতির দরকার নেই। ভিসির কাছে শিক্ষার্থীদের আবেদন, যেন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে ছাত্রদের আশা পূরণ করেন।

বুয়েট প্রশাসনের কাছে তারা দাবি জানান, প্রশাসন যেন সাধারণ শিক্ষার্থীদের দাবি আদালতের কাছে পেশ করে। তারা বলেন, ছাত্র রাজনীতি বিহীন বুয়েট ক্যাম্পাস সর্বোচ নিরাপদ ছিল।

 

তারা আরও বলেন, বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা কেউই রাজনীতি চায় না। শিক্ষকদের সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানান তারা।  

তারা বলেন, ভিসি আমাদের পাশে যেভাবে ছিলেন, এখনো থাকবেন। ভিসির কাছে আবেদন, তিনি সকল আইনি বিষয় মেনে সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে রাজনীতিমুক্ত ক্যাম্পাসের যে আশা, সেটা আদালতের কাছে তুলে ধরবেন তিনি।  

news24bd.tv/আইএএম