এক কেজি স্বর্ণ নিয়ে হাসপাতালের সামনে দাঁড়িয়ে ছিলেন বৃদ্ধ

এক কেজি স্বর্ণ নিয়ে হাসপাতালের সামনে দাঁড়িয়ে ছিলেন বৃদ্ধ

অনলাইন ডেস্ক

প্রায় এক কেজি ওজনের ৯টি স্বর্ণের (২৪ ক্যারেটের) বারসহ এক বৃদ্ধকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। সোমবার (১ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামন থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মোহাম্মদ কামরুজ্জামান ডাবলু। তিনি রাজশাহীর পবা উপজেলার আলীমগঞ্জ গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জামিরুল ইসলাম জানান, সকালে মহানগর ডিবি পুলিশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে কামরুজ্জামানকে আটক করেছে। তিনি সেখানে কারও জন্য দাঁড়িয়ে ছিলেন। তার কাছ থেকে ৯টি স্বর্ণের বার পাওয়া গেছে। বারের মোট ওজন প্রায় এক কেজি।

২৪ ক্যারেটের ওই স্বর্ণের বারগুলোর বৈধ কোনো কাগজপত্র তার কাছে পাওয়া যায়নি বলে জানান তিনি।

এখন ওই বৃদ্ধ এ স্বর্ণের বারগুলো কোথায় পেলেন আর কার কাছে নিয়ে যাচ্ছিলেন তা জানার চেষ্টা চলছে। এজন্য পুলিশি হেফাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে বলেও জানান, আরএমপির ঊর্ধ্বতন এ পুলিশ কর্মকর্তা।

news24bd.tv/তৌহিদ